ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গরমে রিচম্যানের হাফ শার্ট

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, মার্চ ১০, ২০১৩
গরমে রিচম্যানের হাফ শার্ট

এবার গ্রীষ্মের আগেই বেশ গরম পড়েছে। নানা কাজে ছুটতে হয় ঘরের বাইরে।

প্রচণ্ড গরমে একদিকে যেমন চারপাশের সবকিছুতে অস্থির লাগে তেমনি ঘেমে নেয়ে একাকার হয় পুরো শরীর। গরম থেকে ছেলেদের কিছুটা রেহাই পেতে তাই নজর দিতে হবে নিত্যদিনের পোশাকের দিকে।

পাতলা সুতি কাপড়ের পোশাক পরলে একদিক থেকে যেমন গরম কম লাগবে অন্যদিকে আরামও লাগবে। ফলে স্বচ্ছন্দে কাজ করা যাবে।

এসব বিষয় মাথায় রেখে ফ্যাশন হাউস ‘রিচম্যান’ বাজারে এনেছে ছেলেদের সুতির প্রিন্ট ও চেক শাট। খাটো হাতা কলারওয়ালা শার্ট, পলো শার্ট, ব্যান্ড কলার হাফহাতা শার্ট।

ঢিলেঢালা শার্ট ছেড়ে তরুণ থেকে শুরু করে সব বয়সী পুরুষের কাছে ফিটিং বা স্লিম ফিটিং শার্টগুলো জনপ্রিয়তা পেয়েছে। শার্ট কাটিংয়ের ক্ষেত্রে হাফ হাওয়াই, অ্যারো, সেমি বা স্লিম ফিটিং শার্ট।

রিচম্যানের এসব পোশাকের দাম ৮৫০ টাকা থেকে শুরু।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।