সারাদিনের কর্মব্যস্ততার পর ফিরতে চাই শান্তির একটি ঘর। যে ঘরটি শুধুই আমাদের পছন্দ আর স্বপ্ন দিয়ে সাজানো থাকবে।
কেমন হতে পারে মনের মতো বেডরুম, এখানে দেওয়া হলো এরই কিছু গাইডলাইন :
- বাসা নেওয়ার সময় একটু দেখে বড় বেডরুমের একটি বাসা নিন
- ঘরের একটি দেয়াল যদি গ্লাসের হয় তো ভালো
- বেডরুমের সঙ্গে যেন একটি ছোট হলেও বারান্দা থাকে
- বারান্দায় কাপড়ের স্তুপ না করে কিছু গাছ রাখুন
- ঘরের একটি কোণ ব্যবহার করুন ড্রেসিং ইউনিট হিসেবে
- আয়না এবং আলো এমনভাবে রাখুন, যাতে ঘরটা বেশ বড় দেখায়
- আজকাল নিচু খাটের বিছনা ঘরে নতুনত্ব এবং আভিজাত্য এনে দেয়
- হালকা ডিজাইনের রুচিশীল খাট আলমারি, ড্রেসিং টেবিল কিনুন
- বেডরুমের এক কোণে আরাম করে বসার জন্য ইজিচেয়ার রাখুন
- জামাকাপড় এলোমেলো না রেখে স্টোর করার জন্য ওয়্যারড্রোব বা আলমারি ব্যবহার করুন
- ঘরে বিছানা অনেকটা জায়গাজুড়ে থাকে, তাই বিছানার চাদর এবং কুশন নির্বাচনে যত্নবান হতে হবে
- বেডরুমের চেহারা বদলে দিতে সাহায্য করবে রঙবেরঙের কুশন
- পর্দার রঙ আপনার রুচির পরিচয় দেবে, এগুলো কেনার সময় সচেতন থাকুন
- মেঝেতে কার্পেটের সঙ্গে রাখতে পারেন নরম ব্ল্যাঙ্কেট এবং কুশন কভার
- কাছাকাছি রাখুন ছোট স্টাডি ইউনিট, যা কিনা আয়েশ করে বই পড়া বা একটু কাজের ফাঁকে জিরিয়ে নেয়ার জন্য বেশ আরামদায়ক হবে
- জরুরি কাগজপত্র রাখার জন্য ব্যবহার করুন দেয়াল কাঠের শেলফ
- ঘরে গান শোনার ব্যবস্থা রাখুন। হালকা মিউজিক আপনার মন ভালো করতে সাহায্য করবে
- বেডরুমে টিভি রাখা ঠিক নয়
- দেয়ালে নিজেদের সুন্দর মুহূর্তের ছবি অথবা কোনো শিল্পীর আঁকা পেইন্টিংও রাখতে পারেন।
ঘরে অপ্রয়োজনীয় আসবাব রাখবেন না। যতটা সম্ভব জায়গা ফাঁকা রাখুন