উদ্দীপ্ত প্রাণবান, সংস্কৃতি মনস্কদের নিয়ে ১৯৯৩ সালের ২৪ জুন যাত্রা শুরুর পর থেকে প্রতিবছরের মতো এবারও নাট্যধারার আয়োজনে সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক ২০১৩ প্রদান করেছে।
শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শনিবার সন্ধ্যায় সুদীপ চক্রবর্তীকে এবারের এই সন্মানে ভূষিত করা হয়।
বিশেষ অতিথি ছিলেন লাকী ইনাম এবং বরেণ্য কথা সাহিত্যিক নাসরীন জাহান এবং ফ্যাশন হাউস অঞ্জন`স এর কর্ণধার শাহীন আহমেদ।
নাট্যধারা’র জনপ্রিয় মঞ্চ নাটকের মধ্যে রয়েছে হ্যামলেট ওহ্ হ্যামলেট, মেঘ, চাঁদের অমাবস্যা,রথের রশি, আয়না বিবির পালা অগ্নিজল, ঘরামি, অতীশ দীপঙ্কর সপর্যা। এছাড়াও পথ নাটক বান্দরের কিস্সা, মাদার, দোধারী, অম্লদহন, গাধা তুই মানুষ হবি প্রভৃতি।