ঢাকা আর্ট সেন্টারে চলছে ‘সার্চিং এক্সিসটেন্স’। শিল্পী মুসরাত রিয়াজীর আঁকা ছবি নিয়ে একটি একক চিত্রপ্রদর্শনী।
২০১২ ঢাকা আর্ট সামিট আয়োজিত সামিটের সামদানি আর্ট অ্যাওয়ার্ডপ্রাপ্ত মুসরাত রিয়াজীর এ্যাওয়ার্ডের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন। এ প্রদর্শণী চলবে ১ জুলাই পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শণী সকলের জন্য উন্মুক্ত।
চারদিনব্যাপী আয়োজিত এ প্রদর্শনীর প্রদর্শণী উদ্বোধন করেন সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নাদিয়া সামদানি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্পী নাজলী লায়লা মনসুর।
শিল্পী মুসরাত রিয়াজী চট্টগ্রাম আর্ট কলেজ থেকে পেইন্টিং বিভাগে বিএফএ এবং ইউডা থেকে এম.এফ.এ সম্পন্ন করেছেন। তিনি মূলত: আদিবাসী মিথলজি নিয়ে কাজ করেন। মিনিয়েচারধর্মী পেইন্টিং তার শিল্পকর্মের মূল প্রেরণা। তাই তার কাজে অনেক ফিগারের সরব উপস্থিতির দেখা মেলে।
তবে মিনিয়েচারের মতো ছোট আকৃতির নয় তার এ শিল্পকর্মগুলো। প্রতিটি পেইন্টিং এ্যাক্রেলিক মাধ্যমে করা।
তার উল্লেখযোগ্য কিছু শিল্পকর্ম হল, রাধামন ধনপতি, মুরং, মার্মা সিরিজ।