বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) তাপসী রাবেয়া ছাত্রী হলে ফুটেছে ১৬ টি নাইট কুইন ফুল। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ওই হলের বাগানের ফুল গাছগুলোতে ফুল ফোটে।
নাইট কুইন ফুলের বৈশিষ্ট্য অন্যান্য ফুলের থেকে একটু আলাদা। বছরের মাত্র একদিনে এবং রাতের কোনো এক সময় ফোটে এবং সেই রাতের অন্ধকারেই হয় তার জীবনাবসান । এর ফলে ফুলটিকে সচরাচর দেখা যায় না। ফুল গাছগুলোর জন্ম হয় পাতা থেকে। আর সেই পাতা থেকেই প্রস্ফুটিত হয় অসাধারণ নাইট কুইন ফুলের।
একরাতের এই ফুলগুলোকে দেখতে ভিড় জমায় ওই হলের ছাত্রীরা। ফুল দেখতে এসে ওই হলে শিক্ষার্থী তানি, নুপুর ও সীমা জানায়, অনেক সুন্দর এই ফুলগুলো দেখে সবাই আসলেই মুগ্ধ।