দিনটি শুধুই শিশুদের। তাদের জন্যই আয়োজন করা হয়েছে ম্যাজিক শো,গেম শো, ফ্রি থ্রিডি শো, ভুত শো, খাওয়া দাওয়া সহ আরও অনেক আকর্ষণ।
এখানে দুষ্টুমিতেও কোনো বাধা নেই। সেই সঙ্গে সিসিমপুরের বন্ধুদের সঙ্গে অনেক মজা করার সুযোগ। এতো কিছু যেখানে শুধুই শিশুদের জন্য একে তো শিশুরাজ্যই বলতে হবে।
হ্যাঁ ছোট্ট বন্ধুরা তোমাদের জন্যই পিবিএস-এ শুরু হয়েছে চিলড্রেন’স উইক।
বিশেষ এই সপ্তাহে পিবিএস থেকে পাওয়া যাবে বইয়ের ওপর বিশেষ ছাড় এবং বিভিন্ন উপহার।
এছাড়াও প্রতিদিনই থাকছে বিভিন্ন লেখক লেখিকা ও জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ।
পিবিএস আশা করে, এ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিশু কিশোররা বই পড়াকে নতুনভাবে আবিষ্কার করতে পারবে।
৩০ আগস্ট থেকে শুরু হওয়া চিলড্রেন’স উইকে পিবিএস প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। ফোন: ০১৭১০২১৮১৫১, ০২-৯৩৪৫১৮৯