ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

লাইফস্টাইল

নতুন রুপে বো মন্ড পার্লার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫২, নভেম্বর ৫, ২০১৩
নতুন রুপে বো মন্ড পার্লার

‘সময়ের সাথে অধুনিকতার ছোঁয়ায় বো মন্ড আপনার সঙ্গে’ এমন শ্লোগান নিয়ে যাত্রা শুরু করল বো মন্ড পার্লার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময়ের জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিল।

নতুন ভাবে যাত্রা শুরু করা বো মন্ড পার্লার উদ্বোধন করতে এসে অনন্ত জলিল বলেন, ‘সময়ে সাথে সাথে মানুষের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। তারই ধারাবাহিকতায় বো মন্ড পার্লার প্রস্তুত হলো আধুনিক ভাবে। আর সেই যাত্রায় আমি সঙ্গী হলাম। আমি বো মন্ড পার্লারে সাফল্য কামনা করছি। ’

বো মন্ড পার্লারে রয়েছে অভিজ্ঞ বিউটিশিয়ান। নারী এবং পুরুষের জন্য রয়েছে সম্পুর্ণ আলাদা এখানে দেয়ার ব্যবস্থা। এই পার্লারে সেবাগুলোর মধ্যে রয়েছে, হেয়ার কাট, ফেসিয়াল, মেসেজ, পেডিকিউরসহ ত্বক ও রূপচর্চা বিষয়ক সব ধরনের সেবা।

বিস্তারিত জানতে যোগাযোগ: বো মন্ড পার্লার, র‌্যাংগস নীলু স্কয়ার, ৪র্থ তলা, রোড ৫/এ, ধানমন্ডি, ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।