ইভেন্ট হাউস এবং মডেল কো-অর্ডিনেটর প্রতিষ্ঠান ‘দ্য বিগ এ’ এবার নিয়ে এসেছে মাসব্যাপী মডেলিং ক্যারিয়ার ওয়ার্কশপ। বাংলাদেশের মডেলিং সেক্টরে পা রাখার জন্য প্রয়োজনীয় লেসন এবং গ্রুমিং করানোর মাধ্যমে পরিপূর্ণভাবে মিডিয়াতে পা রাখার সুযোগ করে দেয়ার অঙ্গীকার দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এই কোর্সে অর্ন্তভুক্ত থাকছে ফ্যাশন, স্টাইলিং, কোরিওগ্রাফি এবং র্যাম্পের ওপর ক্লাস। থাকছে বিউটিফিকেশন, ক্যামেরা এবং লাইটের ব্যবহারিক প্রশিক্ষণও।
এ প্রসঙ্গে কোর্স ট্রেইনার ও মডেল ফিটন খান বলেন, অনেক নতুন ছেলে মেয়ে এখন মিডিয়াতে কাজ করতে ভয় পায়। তাদের ধারণা মিডিয়ার প্রতিটি সেকশনেই বুঝি প্রতারণার ফাঁদ রয়েছে। কোর্সের নাম করে টাকা নেয়া হলেও পরে কাউকে খুঁজে পায় না তারা। কিন্তু দ্য বিগ এ কমিউনিকেশনের কর্ণধার এবং অন্যান্য কর্মকর্তার মধ্যে এ ধরনের কোনো উদ্দেশ্য নেই জেনেই তাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছি। ’
কোর্স কো-অর্ডিনেটর ডেভিড বলেন, ‘আমরা প্রমাণ করে দেব নিরাপদে মিডিয়াতে বিচরণ করার কারিগর দ্য বিগ এ কমিউনিকেশন। আমরা সংস্কৃতির সেবা করতে এসেছি ধংস নয়। ’
আর প্রতিটি কোর্স শেষে সার্টিফিকেটও থাকছে শিক্ষার্থীদের জন্য। প্রথম ওয়ার্কশপ শুরু হবে আগামী ৬ ডিসেম্বর। আগ্রহীরা প্রযোজনে যোগাযোগ করুন: ০১৯১১-৪০১৩৮৩