ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

লাইফস্টাইল

আরএফএল হোম মেকার অফ দ্যা ইয়ার

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, জানুয়ারি ৯, ২০১৪
আরএফএল হোম মেকার অফ দ্যা ইয়ার

কে পাচ্ছেন ঢাকা শহরে নিজের একটি ফ্ল্যাট? কে পেতে যাচ্ছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি? কে হবেন দেশসেরা গৃহিণী?

গৃহিণীদের নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো ‘আরএফএল হোমমেকার অফ দ্যা ইয়ার’ এর  সারভাইভাল রাউন্ড চলছে। প্রতি শুক্র ও শনিবার রাত ৮:৩০ মিনিটে চ্যানেল২৪-এ সম্প্রচারিত হচ্ছে  ‘আরএফএল হোমমেকার অফ দ্যা ইয়ার’ এর সারভাইভাল রাউন্ড।

জনপ্রিয় এ অনুষ্ঠানটির সঞ্চালনায় আছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস ও আর জে এহতেশাম। সারভাইভাল রাউন্ডের প্রতি পর্বে বিচারকের  দায়িত্ব পালন করছেন দেশের জনপ্রিয় একজন সেলিব্রেটি।       

হোম মেকার অফ দ্যা ইয়ার হওয়ার লড়াইয়ে সারাদেশের ৯টি জোন থেকে উত্তীর্ণ মোট ৯৬জন গৃহিণী অংশগ্রহণ করেছেন সারভাইভাল রাউন্ডে। প্রতিপর্বে ১২জন প্রতিযোগী অংশ নেবেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

বিজয়ীর জন্য থাকছে ফ্ল্যাট, গাড়িসহ নানা আকষর্ণীয় পুরস্কার।  

আরএফএল প্লাস্টিক প্রেজেন্টস ‘আরএফএল হোমমেকার অফ দ্যা ইয়ার’। অনুষ্ঠানটির কো-স্পন্সর এ আছে প্রাণ লাচ্ছি।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।