ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

পাঞ্জাবি তো চাই-ই

লাইফষ্টালইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৮, এপ্রিল ৯, ২০১৪
পাঞ্জাবি তো চাই-ই

আর মাত্র কয়েক দিন পর বাংলা নতুনবর্ষ, ১৪২১। হাজার বছরের বাঙালির প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ’কে ঘিরে আবেগের কমতি নেই কারো।

বাংলা নতুন বছরকে বরণ করতে বর্ণালী সাজে সজ্জিত হতে নানা আয়োজন চলছে। রাজধানী ঢাকার ফ্যাশন হাউসগুলোতে এ নিয়ে যেন বাড়তি ব্যস্ততা।

বাংলা নববর্ষ উপলক্ষে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের ফ্যাশন হাউজগুলোতে বাহারি রঙের পাঞ্জাবি দৃষ্টি কাড়বে ক্রেতাদের। রাজধানীর অভিজাত ফ্যাশন হাউজগুলো থেকে এখানে অপেক্ষাকৃত সাশ্রয়ী দামে মিলবে পছন্দের বৈশাখের পাঞ্জাবি।
ফ্যাশন হাউস সোল স্টার তরুণদের জন্য বৈশাখে এনেছে সাদা-লালের মধ্যে শর্ট, লং ও সেমি লং সুতি, খদ্দর বা দুপিয়ান কাপড়ে তৈরি পাঞ্জাবি। এগুলো পাওয়া যাবে ৮৯০-১৭৯০ টাকার মধ্যে। ব্লকপ্রিন্ট, মেশিন এম্রয়ডারি, এপলিক, হাতে কাজ করা এসব পাঞ্জাবি ক্রেতাদের নজরকাড়ার মতো।

সোল স্টারের কর্ণধার তরুণ উদ্যোক্তা আফজাল রনি বলেন, বিশেষ করে ছাত্রদের জন্যই এই প্রতিষ্ঠান। সোল স্টারের প্রতিটি পণ্য ছাত্রদের ক্রয় সীমার মধ্যে রাখা হয়েছে।


https://www.facebook.com/soulstarbd

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।