প্রতিদিনই আমরা ত্বক ও চুল নিয়ে নানা সমস্যায় পড়ছি। কারও ত্বকে ব্রণ, চোখের নিচে কালো দাগ, কারও আবার ত্বক শুষ্ক, কারও বা চুল পড়ে, কেউ ভুগছি বলি রেখায়।
কেউ একটু ফর্সা হতে চাই, কেউ চাই অল্প বয়সে চুল সাদা হওয়া থেকে মুক্তি। আমাদের পাঠক বন্ধুদের এমন সব সমস্যার সমাধানের পথ বাতলে দিতে বাংলানিউজের লাইফস্টাইল বিভাগ আয়োজন করছে সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব।

আপনাদের পাঠানো প্রশ্ন থেকে নির্বাচিত প্রশ্নকারীকে আমন্ত্রণ জানানো হবে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসের কনফারেন্স রুমে।
১০ মে শনিবার পাঠকদের সামনে উপস্থিত থেকে উত্তর দেবেন কনা আলম।
আজই আপনার প্রশ্ন পাঠান। সঙ্গে উল্লেখ করুন নাম, বয়স, পেশা ও ফোন নাম্বার।
বন্ধুরা আপনার প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]
ফেসবুক https://www.facebook.com/bnlifestyle