ঢাকা: নানা কারণে মেয়েদের বাইরে যেতে হয়। অনেক সময় প্রয়োজনীয় জিনিস সঙ্গে না থাকার কারণে বিপদে পড়ার উদাহরণও কম নেই।
১. লিপস্টিক: যদিও কারো প্রতি সকালে মেক-আপ করার সময় না থাকে তাহলে পার্সে লিপস্টিপ নিয়ে বের হওয়া যেতে পারে। এতে করে আপনাকে আরো বেশি গ্লামারাস লাগবে।
২. টাকা: টাকা বিপদের বন্ধু। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবসময় পার্সে পর্যাপ্ত টাকা রাখা উচিত। ডেবিট বা ক্রেডিট কার্ড না রাখাই ভালো।
৩. ট্যাম্পুন বা প্যাড: মেয়েলি সুরক্ষার জন্য ট্যাম্পুন বা প্যাড অবশ্যই সবসময় পার্সে রাখা দরকার।
৪. বেবি ওয়াইড: আপনার বাচ্চা থাকুক আর নাই থাকুক পার্সে এক দুইটা বেবি ওয়াইড থাকা প্রয়োজন। এটি আপনাকে অনেক পরিস্থিতি সামলাতে সাহায্য করবে।
৫. অ্যাস্পিরিন বা টাইলিনল: অনেকবারই হয়ত আপনি বাইরে বের হয়েছেন, আর অমনি মাথা ব্যথা শুরু হয়ে গেছে। তাই সবসময় হাতের কাছে অস্পিরিন বা টাইলিনল কিংবা ব্যথানাশক ওষুধ রাখুন।
৬. কলম: কথায় আছে অসির চেয়ে মসি বড়। এ প্রবাদ বাক্যটি হাড়ে হাড়ে টের পাওয়া যায় যখন কলমের প্রয়োজন হয়।
৭. ইমার্জেন্সি কনট্রাক্ট নাম্বার: আচমকা যেকোনো বিপদের হাত থেকে বাঁচার জন্য ইমার্জেন্সি নাম্বার সঙ্গে থাকা উচিত।
৮. মেইস বা পিপার স্প্রে: কথায় বলে মেয়েদের পদে পদে বিপদ। তাই নিজেদের নিরাপত্তায় সঙ্গে মেইস বা পিপার স্প্রে এর মতো কিছু রাখা উচিত।
৯. হ্যান্ড স্যানিটাইজার: নানা কারণে হাত ময়লা হতে পারে। তাই সবসময় হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন।
১০. লাইটার অথবা ম্যাচ: ধরে নিচ্ছি আপনি ধূমপান করেন না তারপরও বলব একটি লাইটার বা ম্যাচ সঙ্গে রাখতে পারেন।
বাংলাদেশ সময়: ০৫২৬ ঘণ্টা, মে ০৫, ২০১৪