ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রঙিন উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৫
রঙিন উৎসব

ঈদে পোশাক হলো, পার্লারের কাজও শেষ। আর ঈদও কড়া নাড়ছে।

সব কেনাকাটা এরই মধ্যে হয়ে গেছে। এই ঈদে আমাদের সুন্দর হাত দুটি কি খালিই থাকবে? একদমই না। ঈদের আনন্দ রাঙিয়ে তুলতে চাই মেহেদি।

মেহেদি আমাদের উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে। এখন বাজারে অনেক ধরনের মেহেদি  পাওয়া যায়। পছন্দের ব্র্যান্ডের মেহেদি ঈদের আগের দিন লাগিয়ে নিন। ইচ্ছা মতো ডিজাইন করুন। অনেকে মেহেদি দিতে পার্লারে যেয়ে থাকেন।

তবে ইচ্ছে করলে ঘরেও একে নিতে পারেন সুন্দর ডিজাইন। মেহেদির প্যাকেটের মধ্যেই অনেকগুলো নকশা দেওয়া থাকে। এগুলোর মধ্যে থেকে বেছে নিয়ে হাত রাঙিয়ে নিন মেহেদির রং-এ।

মেহেদি দেওয়ার পর সাবান পানির কাজ যতোটা সম্ভব এড়িয়ে চলুন। এতে মেহেদি রং অনেকদিন স্থায়ী হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।