ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

মানবতার অনন্য রূপ

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
মানবতার অনন্য রূপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চলছে তিন দিনব্যাপী ‘এডুমেকার ল্যাপটপ মেলা ২০১৫ । মেলার প্রথম দিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকেই দর্শনার্থী ও ক্রেতাদের উপস্থিতিতে মূখর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি)।



হেডলাইনের সঙ্গে এই মেলার কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে। মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বাংলানিউজকে বলেন, মেলার প্রবেশ মূল্য ৩০ টাকা, আর এই টিকিট বিক্রির পুরো টাকাই তুলে দেওয়া হবে দৈনিক কালের কণ্ঠ’র সহ-সম্পাদক লতিফুল হকের চিকিৎসার জন্য।  

লতিফুল হক দূরারোগ্য লিউকোমিয়ায় আক্রান্ত। গত ৫ নভেম্বর বিশেষজ্ঞ চিকিৎসক তার এ রোগের বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসায় প্রায় ৪০ লাখ টাকা প্রয়োজন।

এছাড়াও প্রতিবন্ধী ও স্কুলের শিক্ষার্থীরাও বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবে।

মেলায় পাওয়া যাচ্ছে ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার, ইন্টারনেট সিকিউরিটি পণ্য ও ল্যাপটপের আনুষঙ্গিক গ্যাজেটও। বিশেষ ছাড়, উপহারের পাশাপাশি মেলায় বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপের মোড়ক উন্মোচন করা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে।


লতিফুল হককে সাহায্য পাঠাতে:

K. M. Latiful Haque,
Account Number : 02334004910,
Bank Asia, Basundhara Branch, Dhaka.

বিকাশ নম্বর
Prince: 01985754208

যেকোনো তথ্যের জন্য যোগাযোগ
01971298284

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।