ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

লাইফস্টাইল

হোটেল সারিনায় পিঠা উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৬
হোটেল সারিনায় পিঠা উৎসব

কুয়াশায় ঢাকা সকালে বা সন্ধ্যার হিমেল বাতাসে মৌ মৌ করা নানা স্বাদের মুখরোচক পিঠার মন মাতানো গন্ধে আত্মহারা হয়না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার!  

ইট পাথরের এই ব্যস্ত নগরীর নাগরিক ব্যস্ততায় হয়ত এখন আর তেমন করে ঘরে তৈরি পিঠার স্বাদ নেয়া হয়না, তাই বলে কিন্তু  থেমে নেই পিঠা খাওয়ার ধুম! শহরের আনাচে কানাচে ফুটপাথ থেকে অভিজাত হোটেল রেস্তুরায় আজকাল সবাই মেতে ওঠে পিঠার  মহোৎসবে।

চেনা জানা পিঠার পাশাপাশি হারিয়ে যেতে বসা কিংবা অচেনা কিছু  পিঠার স্বাদের সাথে নগরবাসীকে পরিচয় করিয়ে দিতেই হোটেল সারিনা আয়োজন করেছে
১১ দিনব্যাপী জমজমাট পিঠা উৎসব।



আমাদের সচরাচর পরিচিত চিতই, ভাপা কিংবা পুলি পিঠার সাথে থাকছে মুগডালের পিঠা,সাগুদানা পিঠা,নকশী পিঠাসহ আরও নানা রকম পিঠার বৈচিত্র্যময়  নান্দনিক সমাহার। প্রতিদিন সকাল  ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উপভোগ করা  যাবে এই সব পিঠার স্বাদ ।   

১০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।