ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৪, জানুয়ারি ২৪, ২০১৬
লা মেরিডিয়ান ঢাকায় পিঠা উৎসব

পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ান ঢাকা আয়োজন করেছে সপ্তাহব্যাপী রকমারি পিঠার উৎসব।

আবহমান বাংলার ঐতিহ্যবাহী  প্রায় ৪০ ধরনের নানান স্বাদের  পিঠা পুলির পাশাপাশি  অতিথিদের জন্য রয়েছে ফ্রান্স, ইতালি ও ভারতের  কিছু পিঠার নতুন সংস্করণ।



হোটেলের অল ডে ডাইনিং রেস্টুরেন্ট লেটেস্ট রেসিপিতে প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত জনপ্রতি ১,৮০০++ টাকায় ইচ্ছেমতো উপভোগ করা যাবে এসব পিঠা পুলির স্বাদ।  

আর জনপ্রতি ৩,৬০০++ টাকায় রাতের নিয়মিত বুফে ডিনারের  সাথেও উপভোগ করা যাবে এই আয়োজন।

এছাড়া হোটেলের লবি লাইঞ্জ লেটিটিউট ২৩ এ ৭৫০++ টাকায় রকমারি সব পিঠা থেকে  যেকোনো পাঁচটি পিঠার একটি প্যাকেজ সংগ্রহ করা যাবে।

পিঠা উৎসব ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। যোগাযোগ: +৮৮০১৭২৩৫৯৫৪৬৩,+৮৮০১৯৯০৯০০৯০০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।