ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ডেনিম উৎসব ২০১৬

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪২, মার্চ ২, ২০১৬
ডেনিম উৎসব ২০১৬

বাংলাদেশে তৈরি ডেনিমের বিশ্ববাজার আরও প্রসারিত করতে বুধবার ২মার্চ রাজধানীর ৠাডিসন বøু, ঢাকা হোটেলে শুরু হলো দুই দিনব্যাপী ৫ম ডেনিমস অ্যান্ড  জিনস ডটকম বাংলাদেশ শো ২০১৬।

ডেনিম প্লেয়ারদের অদম্য মন্ত্রে উজ্জীবিত হয়ে এবারের আয়োজনের থিম ঠিক করা হয়েছে ‘ডেনিম ইন ফ্যাশন’।

ডেনিম মেলায় দেশবিদেশের উদ্যোক্তারা তুলে ধরবেন তাদের রকমারি উদ্ভাবন।

বিশ্বের খ্যাতনামা প্রায় ৩২টি ডেনিম উৎপাদনকারী প্রতিষ্ঠান এই আয়োজনের সঙ্গে যোগ দিয়েছে।

পঞ্চম ডেনিম উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন খালিদ, প্রেসিডেন্ট, ঢাকা চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্টি। এছাড়াও ডেনিম অ্যান্ড জিনস বাংলাদেশের প্রতিষ্ঠাতা স্বদ্বীপ আগারওয়ালসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।