ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

জীনাতে বৈশাখী পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জীনাতে বৈশাখী পোশাক

রাজধানীর বনানীতে অবস্থিত জীনাত ফ্যাশন তিন দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন পোশাক প্রদর্শন করা হবে এ মেলায়।



মেলা চলবে ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত। মেলা উপলক্ষে ৬ এপ্রিল সন্ধ্যা ৭টায় জীনাতে ফ্যাশন শো’র আয়োজন করা হবে।

উল্লেখ্য, বৈশাখ উপলক্ষে সাদা, হলুদ, সবুজ, কমলা লাল, বেগুনিসহ সব ধরনের রঙের ব্যবহারে তৈরি করা হয়েছে বর্ণীল সব পোশাক। জীনাতের নিজস্ব ডিজাইনারের তৈরি পোশাকে থাকছে বুননরীতি, মোটিফের ব্যবহার উপস্থাপনা, রঙের বিন্যাস, ভ্যালু অ্যাডিশনে নানা মাধ্যমের ব্যবহারে নিপুণতা।

দেশি ও ওয়েস্টার্ন প্যাটার্নের সমন্বয়ে তৈরি প্রতিটি পোশাকে রয়েছে ভিন্নতা। ব্যবহার করা হয়েছে অ্যারাবিক ক্যালিগ্রাফি, ফোক মোটিভ ও ফ্লাওয়ার মোটিভ। এছাড়া ঋতু বিবেচনায় ব্যবহার করা হয়েছে দেশি সূতি কাপড়। ঠিকানা: আভা নীড়, বাড়ি ৫৪ (অ্যাপার্টমেন্ট ১/বি), রোড ১১, ব্লক এফ, বনানী, ঢাকা, ফোন : ০২-৯৮৬৩০৪৩, ০১৮১৮ ৮১৮৫১৫।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।