ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

লাইফস্টাইল

এতিম শিশুদের নিয়ে লা মেরিডিয়ান 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, জুন ৯, ২০১৬
এতিম শিশুদের নিয়ে লা মেরিডিয়ান 

এতিম শিশুদের নিয়ে পবিত্রর রমজানে ইফতার পার্টির আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা।  হোটেলের স্কাই বলরুমে বায়তুল আমান হাউজিং সোসাইটি মাদ্রাসা এবং এতিমখানার শিশুদের নিয়ে ৮ জুন (বুধবার) এই আয়োজন করা হয়।

 

বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হোটেলের চেয়ারম্যান আমিন আহমেদ, প্রেসিডেন্ট হাসান আহমাদ, ব্যবস্থাপনা পরিচালক আশ্বনী  নায়ারসহ অন্য কর্মকর্তারা ইফতার মাহফিলে অংশ নেন।

ঢাকায় লা মেরিডিয়ানের যাত্রা শুরুর এক বছর পূর্তি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রমজানে এতিম শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।