ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

চলছে ইন্দোনেশিয়ান খাবার উৎসব

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, অক্টোবর ১, ২০১৬
চলছে ইন্দোনেশিয়ান খাবার উৎসব

 

দারুচিনির দ্বীপের দেশ ইন্দোনেশিয়ার ঐতিহ্যবাহী খাবারের সমারোহে রাজধানীর হোটেল লা মেরিডিয়ান ঢাকায় শুরু হয়েছে দশ দিনব্যাপী ইন্দোনেশিয়ান খাবারের উৎসব।  

খাবারের এই উৎসব চলবে ৮  অক্টোবর পর্যন্ত।

ঢাকায় আয়োজিত উৎসবে অতিথিদের আসল ইন্দোনেশিয়ান খাবারের স্বাদ দিতে লা মেরিডিয়ান বালির অভিজ্ঞ শেফ ওয়েয়ান অ্যান্ডি প্রানাটা উড়ে এসেছেন ঢাকায়।  

হোটেলের লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে সুস্বাদু বৈচিত্র্যময় ইন্দোনেশিয়ান খাবারের পরিবেশন থাকবে উৎসবের প্রতিদিনই। নাসি গোরেন, সোতোবিসাওই, সাতে আয়আম, নাসিকিউনিংসহ আরো মজার মজার সব আইটেম রয়েছে এখানে।  

প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১.৩০টা পর্যন্ত লা মেরিডিয়ান ঢাকা‘র লেটেস্ট রেসিপি রেস্টুরেন্ট ইন্দোনেশিয়ান খাবারের স্বাদ নেয়া যাবে জনপ্রতি ৩৬০০++টাকায়।  

যোগাযোগ: ০১৯৯০৯০০৯০০ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।