ব্যস্ততার কারণে আমাদের জীবনের অনেক পরিবারিক ও সামাজিক বন্ধন হালকা হয়ে যাচ্ছে। পরিবারের বয়স্করা এমন পরিস্থিতিতে অনেক সময়ই নিজেদের অবহেলিত ভাবেন।
বিশেষ করে বৃদ্ধ বাবা মায়ের যে একটু বাড়তি সেবা প্রয়োজন, ইচ্ছা থাকার পরও তা অনেক সময়ই করা সম্ভব হয়ে উঠছে না।
অনেকের আবার আপনজন দূরে থাকায় একাকিত্ব জীবন-যাপন করতে হচ্ছে। এজন্য এক ধরনের অসহায় ও নিরাপত্তাহীনতায় ভুগছেন আমাদের পরম শ্রদ্ধেয় বয়স্ক আপনজনেরা।
তাদের সেবার প্রয়োজন, প্রয়োজন সময় কাটানোর সঙ্গীর। এসব কথা মাথায় রেখেই একঝাঁক তরুণকে দক্ষ করে তুলছে একে খান ফাউন্ডেশন।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং একে খান হেলথ কেয়ার ট্রাস্ট যৌথ উদ্যোগে হেলথ এন্ড সোশ্যাল কেয়ার প্রোগ্রামের আওতায় ১৫ জন কেয়ার গিভার নামে এসব কর্মী তৈরি করছে।
সম্প্রতি দি একে এস খান সেন্টার ফর এক্সিলেন্স সম্প্রতি ‘ কেয়ার গিভার ’ কার্যালয়ে প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
এখান থেকে এক বছরের প্রশিক্ষণ শেষ করে আন্তর্জাতিক প্রশিক্ষণের যোগ্যতায় ইন্টার্নশিপ করার সুযোগ পাবে অস্ট্রেলিয়ায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একে খান সেন্টার ফর এক্সিলেন্স এর চেয়ারম্যান একে সামসুদ্দিন খান, প্রতিষ্ঠানের সিইও সামানজার এস খান, পিকে এস এফ এর ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কাশেমসহ অন্য কর্মকর্তারা।