মিলিয়ে দেখুন লাইফস্টাইলে কোনটি আপনি যোগ করবেন নতুন বছরের শুরু থেকেই:
আমাদের দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিদিন মেডিটেশন শুরু করার এর চেয়ে ভালো দিন হতেই পারে না।
পৃথিবীর সব তথ্য আমাদের হাতের মুঠোয়, চাইলে প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ রয়েছে আমাদের।
এই সুন্দর পৃথিবীতে আমরা কতো কিছু উপভোগ করছি, সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে যেন ভুলে না যাই।
প্রতিটি মূহুর্ত আমাদের জন্য উপহার হিসেবে যদি দেখি, তবে প্রতিটি সময়ের মূল্য যে অমূল্য এটাও বুঝতে শিখবো আমরা। সময় নষ্ট করার কোনো মানে হয়? তাও আবার মন খারাপ করে বা কারও জন্য কষ্ট পেয়ে? একদম না, নিজেকে ভালোবাসুন, প্রতিটি সময় সুন্দর করতে চেষ্টা করুন ভালো থাকতে।
বছর জুড়ে ঘুরে বেড়ানোর একটি প্লান হয়ে যাক শুরুতেই। সে অনুযায়ী আগেই ছুটির তালিকা দেখে যাওয়া আসার জন্য টিকেট ও থাকার জায়গা বুকিং দিতে পারেন। এতে খরচ কিন্তু অনেক বেঁচে যাবে।
প্রতিবারই আমাদের অনেকের তালিকায় প্রথম কাজ থাকে ওজন কমানো। কিন্তু আসলে কয় জনের যে কমে এটা হিসেবে খুব কষ্ট করতে হবে না। কারণ পার্সেন্টেজটা বড় জোড় ১৫-তেই আটকে যাবে। তো এবারও ওজন কমাতে চাই? তাহলে আজ থেকেই শুরু হোক...প্রতিদিনের ক্যালোরি থেকে মাত্র ৫০০ ক্যালোরি কমিয়ে দিন। বিকেলের এককাপ চিনিসহ চা আর একটি সমোচা থেকেই কিন্তু আমরা এই পরিমাণ ক্যালোরি পাই।
সবজি-ফল অনেকের বাসায় শুধু সাজিয়ে রাখার জন্য আনা হয়, মানে খাওয়া হয়না নিয়মিত। অথচ প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই রাখতে হবে দেশি মৌসুমী ফল আর টাটকা সবজি।
ব্যায়াম করার সময় কোথায়? প্রতিদিন অফিসে ওঠার সময় তিন-চার তলা ওপরে উঠতে লিফটে না উঠে সোজা সিঁড়ির দিকে যান।
বাড়ি ফেরার সময় বাসার কিছুটা আগেই গাড়ি ছেড়ে দিয়ে ১৫ মিনিট হাঁটুন। ঘরের কাজগুলো সব কাজের লোকের ওপরে না দিয়ে কিছু কাজে নিজ হাতেই করুন। আলাদা ব্যায়াম করার জন্য সময় খুঁজতে হবে না।
নতুন বছরে সবার জন্য শুভকামনা।