ত্বকের উজ্জ্বলতায় এক টুকরো বরফ একটি পরিষ্কার কাপড়ে নিয়ে মুখে ম্যাসাজ করুন। সারাদিন বাইরে থাকলেও ত্বক সতেজ দেখাবে।
সুর্যের ক্ষতিকর প্রভাব দূর করতে আর ব্রণ কমাতেও বরফের জুড়ি নেই।
ত্বকে অসংখ্য ছিদ্র থাকলে সেগুলো এ গরমে ধুলোবালি আটকে ব্রণ বেড়ে যায়। এ ধরনের ত্বকের জন্য বরফ টুকরা অনেক বেশি উপকারী। এর ব্যবহারে একদিকে যেমন মুখের ময়লা পরিষ্কার হয়, অন্যদিকে মুখের মৃত কোষগুলোও দূর হয়।
সমপরিমাণ গোলাপ জলের শসার রস মিশিয়ে ফ্রিজে রেখে বরফ তৈরি করে নিন। এই আইস কিউব নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ দূর হবে, ব্রণ কমে যাবে সতেজতা তো সারাক্ষণ অনুভব করবেনই সঙ্গে চোখের চারপাশের কালো দাগগুলোও মিলিয়ে যাবে।