ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে এক্সক্লুসিভ কালেকশন 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০৭, আগস্ট ২০, ২০১৭
ঈদে এক্সক্লুসিভ কালেকশন  প্রেম’স কালেকশনে

উপমহাদেশের ট্র্যাডিশনাল শাড়ির এক বিশাল সম্ভার নিয়ে প্রেম’স কালেকশনে শুরু হয়েছে এক্সিবিশন অব ট্র্যাডিশনাল শাড়িজ অ্যান্ড ঈদ ফেস্টিভ্যাল। 

১৯ আগস্ট সকাল ১১টায় ফেস্টিভ্যালের উদ্বোধন করেন টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত।

ঈদকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে গুলশান-১ এ প্রেমস কালেকশনের নিজস্ব শোরুমে আয়োজিত ফ্যাশন শোতে টলিউড সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চিত্রনায়ক ফেরদৌসের সাথে পারফর্ম করেন মডেল ও অভিনেত্রীরা।

কোরিওগ্রাফার পায়েলের নির্দেশনায় এই আয়োজনে ভারতীয় উপমহাদেশের এক্সক্লুসিভ সব শাড়ি দেখে অভিভূত হন দর্শকরা।  

প্রেম’স কালেকশনেফ্যাশন শো’র অন্যতম আকর্ষণ ছিলো বিয়ের এক্সক্লুসিভ শাড়ি এবং শেরওয়ানি।  

আয়োজকরা জানান, ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশের প্রায় সব ধরনের শাড়ির পাশাপাশি ভারতের ১৬টি রাজ্য থেকে সংগ্রহ করা বিখ্যাত সব ট্র্যাডিশনাল শাড়ির সাথে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। এছাড়াও বেনারসি কাতান, কাঞ্জিপুরম, আসাম সিল্ক, গাদওয়াল, মাইশোর সিল্ক, চান্দেরি কাতান, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, রাজশাহী সিল্ক, চোষা শাড়ি, জামদানিসহ ঈদের এক্সক্লুসিভ কালেকশনের পাশাপাশি সব বয়সের নারী-পুরুষের এক্সক্লুসিভ কালেকশনও রাখা হয়েছে।


শাড়ি উৎসব ঈদ পর্যন্ত চলবে।  

68/1, Gulshan Avenue, Dhaka +88029857559

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।