জেনে নিন লক্ষণগুলো:
অতিরিক্ত ক্লান্তি: অতিরিক্ত ক্লান্তিই পরে অ্যাটাকের সম্ভাবনা জাগিয়ে তোলে৷ আসলে এই দুর্বলতা হল রক্তপ্রবাহ কমে যাওয়ার ফল৷ আর্টারিগুলো সরু হয়ে যাওয়ার ফলে পেশী দূর্বল হয়ে পড়ে৷ এই ক্লান্তি তথা দূর্বলতা কিন্তু অ্যাটাকের অশনি সংকেত।
ব্যথা: যদি বুকে, কাঁধে, হাতে প্রায়ই ব্যথা হতে থাকে তবে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে৷
জ্বর: জ্বর অনেক রোগের উপসর্গ নিয়ে আসে।
দমবন্ধ: যদি নিঃশ্বাসের সমস্যা দেখা যায়, দমবন্ধ লাগে, তবে মোটেও অবহেলা করা উচিত নয়৷ প্রতিটি অঙ্গই পর্যাপ্ত রক্ত ও অক্সিজেন চায়৷ কিন্তু হার্ট ক্ষতিগ্রস্ত হলে ফুসফুসও সমস্যায় পড়ে৷ তাই এই দমবন্ধ অবস্থা দেখা দেয়৷
যদি লক্ষণগুলো খেয়াল করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া যায়, তবে অনেক অনাকাঙ্ক্ষিত শারীরিক সমস্যা থেকে আমরা দূরে থাকতে পারি।
।