আজ খুব ভোরে ঘুম ভেঙ্গে গেল চৈতির। সে দেখে জয় তার আগেই উঠে বেসে আছে।
জন্মদিন, বিবাহ বার্ষিকী আমরা প্রিয়জনের সঙ্গে ঘটা করে পালন করি, তার যেকোনো অর্জনে একসঙ্গে আনন্দ করি। তবে তার দুঃখ, কষ্ট দুঃসময় এগুলোর ভাগ নেওয়ার মানসিকতাও তৈরি করতে হবে।
প্রিয়জনের মন খারাপে তার পাশে থেকে সাহস যোগাতে হবে
তাকে সময় দিতে হবে, সে যদি একা থাকতে পছন্দ করে তবে কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দেওয়া যেতে পারে
প্রিয়জনের মন খারাপ থাকলে তার প্রিয় কোনো জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া যায়
পছন্দের কোনো খাবারের দোকানে খেতে পারেন
প্রশংসা ও ভালোবাসা হচ্ছে এমন দুটি জিনিস, যা আমাদের মন খুব সহজেই ভালো করে দেয়
ফুল, বই, গানের সিডি, পারফিউম অথবা তার প্রিয় কোনো কিছু গিফট করতে পারেন
কাছের বন্ধুদের ডাকা যেতে পারে বাড়িতে কোনো আয়োজন করলে তাকেও কিছু কাজের দায়িত্ব দিন, কাজে মনোযোগী হলে মনখারাপ ভাব কমে যাবে।
তাকে গুরুত্ব দিয়েই এতো সব করা হচ্ছে এটা তাকে বোঝাতে হবে
তবে লক্ষ্য রাখতে হবে কোনো আয়োজনই যেন উৎসবের পর্যায়ে চলে না যায়। কেননা, এতে প্রিয়জনের মন ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপ হয়ে যেতে পারে।
তার প্রিয় খাবারগুলো নিশ্চয় জানা আছে? নিজে হাতে রান্না করুন। এবার খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন।
মানুষের জীবনে দুঃসময় কখনো স্থায়ী হয় না, তবে একেবারে খারাপ সময় আসবেনা এটা ভাবাও ঠিক নয়। আর খুব ভালো কিছু স্মৃতি দিয়ে কষ্টের স্মৃতিগুলোকে সরিয়ে, নিজেকে প্রিয় মানুষটির কাছে গুরুত্বপুর্ণ করার এটাও কিন্তু সুযোগ।