ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সম্পর্কে দূরত্ব বাড়ছে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
সম্পর্কে দূরত্ব বাড়ছে! সম্পর্কে দূরত্ব

হাসান বাসায় আসতেই জয়া বুঝতে পারে ওর কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে জানতে চায় মন না শরীর খারাপ। কিছুই মুখে বলতে হয় না হাসানের। জয়ার এই আকুলতা শুধু প্রিয় সঙ্গীর জন্য। হাসানেরও তাই। জয়ার মন খারাপ হলে তার ইচ্ছে হতো পৃথিবীর সব সুখগুলো এনে মন ভালো করে দিতে। 

ছোট ছোট সময়গুলো আনন্দে ভরা থাকতো দুজন একসঙ্গে থাকলে। হাসান দূরে গেলেও মনটা যেন ফেলেই যেত জয়ার কাছে।

এই মধুর সম্পর্ক কেন যেন আর আগের মতো কাজ করছে না, কেমন নিরবতা গ্রাস করছে। সম্পর্কে তৈরি হচ্ছে দূরত্ব, কিন্তু কীভাবে বুঝবেন: 

কথা বন্ধ
কোনো সমস্যা হলেই, কথা বন্ধ-যোগাযোগ বন্ধ এটা সম্পর্কে দূরত্ব আরও বাড়িয়ে দেয়।  
মনোবিদরা বলেন, সম্পর্ক নষ্ট করার প্রধান অস্ত্র হল যোগাযোগ বন্ধ করে দেওয়া।  
 
গুরুত্ব না দেওয়া 
প্রিয়জনের কাছে সবাই গুরত্ব আশা করে। কিন্তু কথায় বা আচরণের মাধ্যমে যদি আমরা সঙ্গীকে হেয় করি এতে সম্পর্ক খারাপই হতে থাকবে ।  

সে তার মতোই চলে
একসঙ্গে থেকেও একে অপরের জীবনে কী চলছে না জানা, খবর না রাখা অস্বাভাবিক।  

কোয়ালিটি টাইম
যখনই একসঙ্গে হচ্ছেন কোনো কারণ ছাড়াই ঝগড়া হচ্ছে, মনে হচ্ছে প্রতিপক্ষ রয়েছে সামনে। তাকে যেভাবেই হোক কথায় হারাতে হবে। এভাবে কি জেতা যায়? সময়টা চলে যায়-সম্পর্কটাই নষ্ট হয়।  

ভবিষ্যতে একসঙ্গে 
কোনো বিষয়ে আর একসঙ্গে কোথাও যাওয়া বা কিছু করার পরিকল্পনা করা হচ্ছে না, তার মানে দূরত্বটা বেশ বেড়েছে।  

এই যখন অবস্থা দুজনের স্বপ্নের সংসারের। এখান থেকেই সব শেষ হয়ে যেতে পারে। চাইলে কিন্তু এখান থেকেই শুরু হতে পারে নতুন করে। এজন্য যা করতে হবে দুজনকেই: 

সংসারের ছোট ছোট কাজ একসঙ্গে সারার চেষ্টা করুন। এতে যেমন একসঙ্গে সময় কাটানো হবে, তেমনই সংসারের প্রতি দু’জনেরই দায়বদ্ধতা তৈরি হবে।  

জীবনে ব্রেক আনতে কখনও-সখনও পার্টনারকে রোমান্টিক মেসেজ বা স্মাইলিও পাঠাতে পারেন।  

দাম্পত্য সুখের জন্য একে অপরের পেশাকে সম্মান করাটাও খুব জরুরি। পার্টনারের পেশা আপনার ভাল না লাগতেই পারে। কিন্তু দিনের শেষে উপার্জনটা সংসারের জন্যই হচ্ছে।

সব কাজ গুছিয়ে কয়েক দিনের জন্য কোথাও ঘুরে আসুন। আর সেখানেই রেখে আসুন কষ্টের সময়গুলোর স্মৃতি।  

ফিরে এসে ভালোবাসা নিয়েই নতুন করে শুরু হোক পথ চলা।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।