ঢাকা, শুক্রবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৪ মার্চ ২০২৫, ১৩ রমজান ১৪৪৬

লাইফস্টাইল

হেয়ার ট্রিম

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
হেয়ার ট্রিম হেয়ার ট্রিম

আমাদের সৌন্দর্যের অনেকটা জায়গা দখল করে আছে চুল। চুল ছোট বা বড় যেমনই হোক তা থাকতে হবে স্বাস্থ্যোজ্জ্বল-ঝলমলে আর কাটটাও চাই ঠিকঠাক। কিন্তু চুলের স্টাইল করার কিছু দিনের মধ্যেই আগাগুলো লম্বা হয়ে যায়। এই সময়টা দেখতে খারাপ লাগে। তখন প্রয়োজন চুল ট্রিম করে বা আগা ছেটে নেওয়া। 

আর এ ধরনের সমস্যা বেশি দেখা যায় লেয়ার, ভলিউম লেয়ার, স্টেপ ও ব্যাংগস কাট করানো হলে।  

অনেকেই মনে করেন, ট্রিম করা মানে আবারো চুল কাটা, কিংবা এক-দুই ইঞ্চি কেটে ফেলবে।

পার্লারে গিয়ে আপনি কতোটুকু চুল ছাটতে চান তা আগে বুঝিয়ে বলতে হবে। চুলে যে কাট ছিল, সেটিও বলে নিন।  

সাধারণত তিন মাস পর চুলের আগা ছাটতে হয়। কিন্তু লেয়ার কাট, ভলিউম লেয়ার, ভলিউম স্টেপ, ডিপ ইউ কাট থাকলে দুই মাস পরপর ট্রিম করিয়ে নিন।  

এতে সব সময়ই চুলে থাকবে বাড়তি বাউন্স আর আপনি পাবেন কাঙ্ক্ষিত লুক।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।