ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পতনকালের পোশাক

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
পতনকালের পোশাক .

শরত শেষ, শুরু হেমন্তের। ক্রমেই পদধ্বনি শোনাবে শীত। রাতে এখনই মিলছে হিমের পরশ। আর শিশির পতনের শব্দ। আন্তর্জাতিক ফ্যাশনে এটাই ফল(fall), পতনের মৌসুম। 

নতুন করে ওয়্যারড্রোব সাজানোর পালা। আমাদের এখানে ততটাই নয়।

তবে প্রকৃতির পটবদলের এই সময়টা উপভোগ করতে চায় বাঙালি আহারে আর বাহারি পোশাকে।  

তবে হেমন্তে বাঙালিকে নতুন পোশাকের বিশেষ আয়োজন সাজিয়েছে রঙ বাংলাদেশ।  

হরেক মোটিফে উজ্জ্বল পোশাকের জমিন নানা শেডে এই সময়ের সৌন্দর্যকে ধরার প্রয়াস পেয়েছেন ডিজাইনাররা। নিয়মিত সংগ্রহে আলাদা মাত্রা দেয়ার চেষ্টা করেছে রঙ বাংলাদেশ। রঙ বাংলাদেশ-এর এই পতনকালের সংগ্রহে  বড়দের জন্য রয়েছে শাড়ি, থ্রি-পিস, লং স্কার্ট-টপস, সিঙ্গেল কামিজ, শর্ট ও লং পাঞ্জাবি,উত্তরীয়,ধুতি,শার্ট, টি-শার্ট ও ফতুয়া। আর শিশু কিশোরদের সংগ্রহের রয়েছে  ফ্রক, কামিজ থ্রি পিস, শার্ট, টি-শার্ট।


সুতি কাপড়কে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি আছে নানা ধরনের সিল্ক ও এন্ডি।  
এবারের এই সংগ্রহে নকশা ফুটিয়ে তোলার মাধ্যমে আকর্ষণীয় করতে বিভিন্ন ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহার করা হয়েছে।

কারচুপি, মেশিন ও হ্যান্ড এম্বয়ডারির পাশাপাশি তাই ব্যবহার করা হয়েছে ব্লক ও স্ক্রিন প্রিন্ট।  
রঙ বাংলাদেশ সবসময়েই ভোক্তাদের ক্রয়সাধ্যকে বিবেচনায় রাখে। এবারও তার ব্যতিক্রম ঘটছে না।  

তাহলে দেরি নয়, আজই নিশ্চিত করুন রঙ বাংলাদেশ-এর পতনকালের সংগ্রহ থেকে  আপনার পছন্দের পোশাক।  

হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।