ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

হরর নাইট’স

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:০১, অক্টোবর ২৬, ২০১৭
হরর নাইট’স .

বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও হ্যালোইন উদযাপন করা হয়। হ্যালোইন উপলক্ষে দি ওয়েস্টিন ঢাকা তাদের পুলসাইড রেস্টুরেন্ট স্প্লাশ এ আয়োজন করেছে হরর নাইট’স। ভয়ঙ্কর সাজসজ্জায় তরুণদের জন্য অপেক্ষা করছে অ্যাডভেঞ্চার নাইট’স।

ধারণা করা হয় প্রতি বছরের ১ নভেম্বর মৃত আত্মারা লোকালয়ে জীবিত মানুষের ঘাড়ে ভর করতে আসে। তাই জীবিতরা বিভিন্ন আয়োজন করে তাদের তাড়াতে চায়।

এটাকে বলা হয় হ্যালোইন।
 
স্প্লাশের তিন দিনব্যাপী এই হরর নাইট’স চলবে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত।  

এখানে থাকবে টানটান উত্তেজনাপূর্ণ সব আয়োজন। এই দিন পুরো স্প্লাশ সেজে উঠবে এক ভূতুরে সাজে। আছে মনমাতানো মিউজিক আর রক্ত হিম করা সব হরর মুভির স্ক্রিনিং।

এগুলো ছাড়াও রয়েছে হ্যালোইন স্পেশাল ফুড। শেফ ক্রিস্তিয়ানো তৈরি করবেন ভূতুরে থিমের কিছু চমৎকার খাবার।  

হরর নাইট’স চলবে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত। এখানে স্পেশাল মেন্যুর মূল্য শুরু ৯৯৯++ থেকে ১২৯৯++ টাকা পর্যন্ত।  

+৮৮০১৭৩০৩৭৪৮৭২ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।