ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

সবার পছন্দ লা ন্যুই

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫৩, নভেম্বর ৭, ২০১৭
সবার পছন্দ লা ন্যুই .

গুলশানে খাবারের রেস্টুরেন্টের তো অভাব নেই। পাঁচ তারকামানের থেকে রাস্তার পাশের খাবারের দোকান। 

তারপরও নতুন নতুন ব্র্যান্ডের রেস্টুরেন্ট আসছে এবং বেশ দাপটের সঙ্গেই খুব দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।  

এবার সবার মন জয় করতে আসছে লা ন্যুই(ট)।

ফ্রেঞ্চ শব্দ ন্যুই অর্থ রাত। আর রাতের অতিথিদের জন্যই বিশেষ দেশি, থাই, চাইনিজ, কন্টিনেন্টালসহ ছয়টি কুজিন নিয়ে যাত্রা শুরু করছে লা ন্যুই।  

.লা ন্যুই-এর পরিচালক আবিদ এ আজাদ বাংলানিউকে বলেন, সব বয়সের অতিথিদের জন্যই পছন্দের নানা পদ রয়েছে রেস্টুরেন্টটিতে। বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এখানে রয়েছে স্নুকার খেলার ব্যবস্থা।

অভিজ্ঞ শেফের হাতে তৈরি মজাদার খাবার, আন্তরিক অর্ভথনা-সাজানো পরিপাটি পরিবেশ, পছন্দ ও সাধ্যমতো খাবার অর্ডার করার সুযোগ, আর কী চাই একটি রেস্টুরেন্টকে পছন্দর তালিকায় রাখতে? এর সবই রয়েছে লা ন্যুই-এ।  

১০০ জন অতিথি একসঙ্গে খেতে পারবেন, যেকোনো ধরনের পার্টিরও আয়োজন করতে পারবেন এখানে।  

যোগাযোগ: ০১৭১৯৩৯৮২০২
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।