ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

স্বপ্ন দেখি...

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
স্বপ্ন দেখি... স্বপ্ন আমরা সবাই দেখি

স্বপ্ন আমরা সবাই দেখি, কখনো প্রিয়জনের হাত ধরে সাগর তীরে হাঁটছি, অথবা দীর্ঘদিন ধরে কোনো কিছুর অপেক্ষায় ছিলাম, সেটাই হয়তো পেয়ে গেলাম স্বপ্নে। আবার উল্টোটাও হয়, ওপর থেকে পড়ে যাচ্ছি তো যাচ্ছিই...হঠাৎ ঘুম ভেঙে গেল! 

জেনে নিন স্বপ্ন নিয়ে বেশ কিছু মজার  বিষয়:  

•    স্বপ্ন নাকি সাদা কালো হয়। কিন্তু জানেন কি? শতকরা মাত্র ১২ ভাগ লোক সাদা-কালো স্বপ্ন দেখেন।

বাকিদের স্বপ্নে ধরা দেয় নানা রং।
•    বিশ্বাস করুন আর নাই করুন আমরা যে স্বপ্ন দেখি তার অধিকাংশই হারিয়ে ফেলি বা ভুলে যাই। তবে সাধারণত ভোরের স্বপ্নগুলো আমাদের মনে থাকে।
•    গবেষণায় বিজ্ঞানীরা ঘুমের পাঁচটি পর্যায় লক্ষ্য করেছেন এবং প্রতিটি পর্যায়ে একজন ব্যক্তি ভিন্ন ভিন্ন স্বপ্ন দেখেন বলে উল্লেখ রয়েছে।

•    স্বপ্ন নিয়ে আরেকটি মজার তথ্য হলো- তিন বছরের নিচে কোনো শিশু স্বপ্ন দেখে না।  

•    অন্ধরাও স্বপ্ন দেখেন। যারা জন্মান্ধ নয়, জন্মের পর কোনো কারণে অন্ধ হয়ে গেছেন তাদের স্বপ্ন দৃশ্যযোগ্যই হয়। তবে যারা জন্মান্ধ স্বপ্ন তাদের কাছে দৃশ্য হিসেবে নয় বরং শব্দ-গন্ধ কিংবা স্পর্শযোগ্য অনুভূতি হিসেবে ধরা দেয়।  
•    এমনও হয় যে স্বপ্নে দেখলেন আপনার খুব পানি তেষ্টা পেয়েছে, ঘুম ভেঙে গেলেও দেখবেন শুকিয়ে আপনার গলা পুরো কাঠ। অথবা খুব পানি তেষ্টা পেয়েছে স্বপ্নে দেখলেন এক গ্লাস ঠাণ্ডা পানি আপনার হাতের নাগালে।   

•    অবচেতন মন কখনোই কোনো ঘটনার পরিষ্কার চিত্র আমাদের সামনে উপস্থিত করে না। বড়জোর একটি ঘটনার ইঙ্গিত দিতে পারে মাত্র।

•    স্বপ্নে আমরা এমন অনেক অদ্ভুত জিনিস দেখি যা আমরা কখনো কল্পনাও করিনি। বিষয়গুলো ব্যক্তির ওপর নির্ভর করে। যা আমরা বাস্তবে বা টিভিতে দেখি, কিন্তু যেগুলো ঠিক মনে করতে পারি না। আমাদের অবচেতন মনের কোনো এ কোণায় তা হয়তো জমা থাকে। আর স্বপ্নে এরই প্রতিফলন দেখতে পাই আমরা।
•    পাগল আর মানসিকভাবে সমস্যাগ্রস্ত ছাড়া সবাই স্বপ্ন দেখে। পুরুষের সাধারণত স্বপ্নেও তাদের লিঙ্গের প্রতিনিধিত্ব করে। কিন্তু নারীর স্বপ্ন সার্বজনীন।  

•    শুধু মানুষই নয় স্বপ্ন দেখে পশুরাও। পশুদের ওপর পরিচালিত আলাদা গবেষণায় দেখা গেছে, মানুষ ঘুমের সময় স্বপ্ন দেখলে যে কার্যকলাপগুলো করে, স্বপ্ন দেখা অবস্থায় পশুদের মস্তিষ্কের কার্যক্রমও মানুষের মতোই হয়।  

•    স্বপ্নের মানে খোঁজেন অনেকে, একেক স্বপ্নের ‍অর্থ একেক রকম হয়, অনেক কিছু আবার কাকতালীয়ভাবে মিলেও যায়।  

সব কিছুর পরও জেগে বা ঘুমিয়ে আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি।  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।