আসুন জেনে নিই গোলাকার মুখের গড়নে চুলের কাট এবং স্টাইল কেমন হবে।
-আপনার মুখ গোলাকৃতি হলে চিবুকের কাছে এসে পড়ে এমন কোনো চুলের কাট কিংবা স্টাইল করবেন না।
-এমন চুলের কাট পছন্দ করুন যাতে করে আপনার মুখ লম্বাটে কিংবা চ্যাপ্টা দেখায়।
-চুল কার্ল করে স্টাইল করতে চাইলে একটু ঢিলা করে বড় বড় কার্ল করুন, তাতে চুল ঘন দেখাবে এবং পাশে সিঁথি করলে খুব আকর্ষণীয় লাগবে।
-চুলে খুব বেশি ভলিউম করবেন না। এটি কিন্তু সবার জন্য নয়। সিল্কি, স্ট্রেইট চুলে আপনাকে মানানসই লাগবে বেশি।
-খুব শক্ত করে বেণি কিংবা ঝুঁটি করবেন না। এতে মুখ বেশ গোলাকার লাগে। তার বদলে যেকোন হেয়ারস্টাইল আলতো করে করুন।
-আপনি চাইলে চুলে ওমব্রে রঙ করতে পারেন। এতে মুখে আলাদা একটা জেল্লা আসবে।
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
বিএটি/আরআর