কিন্তু অনেকেই আবার দ্বিধায় ভুগছেন, কার জন্য কোন উপহারটা মানানসই। কিন্তু হাতে সময় একদমই নেই।
ক্রিসমাস কেক- বড়দিনের জন্য বিশেষভাবে তৈরি কেক উপহার দিতে পারেন। ঢাকার কিংস কনফেকশনারি, মিস্টার বেকার, কুপারস, হটকেক, ওয়েল ফুড কেক কেকশপ থেকে ওর্ডার দিয়ে নিতে পারেন চকলেট, ব্ল্যাক ফরেস্ট ও মিক্সড ফ্লেভারের ক্রিসমাস ট্রি আকৃতির কেক। এধরনের কেক ওজন ও ডিজাইনের অনুযায়ী দাম পরবে ২০০০ টাকা থেকে শুরু করে ৭০০০ টাকা পর্যন্ত।
ছোটদের জন্য উপহার- পরিবারের ছোটদের জন্য মিক্সড চকলেট প্যাকেজ , আইসক্রিমসহ আরও থাকতে পারে পছন্দের খেলনা।
শাড়ি- বড়দিনের উপহার হিসেবে শাড়ি উপহার দেয়া যেতে পারে। শিফন, কাতান, বেনারসী, জামদানি, নেট ও তসর যে কোনোটিই হতে পারে প্রিয়জনের জন্য সুন্দর উপহার। এসব শাড়ির দাম ১০০০টাকা থেকে শুরু।
পাঞ্জাবি- বাবা বা ভাই- বন্ধুর জন্য উপহার হতে পারে সিল্কের পাঞ্জাবি। আড়ং, দেশী-দশ ও দেশের বড় বড় শো-রুমগুলোতে পাওয়া যাবে এসব ট্রেডিশনাল পাঞ্জাবি। দাম পরবে ৩০০০ টাকা।
পারফিউম- সুগন্ধি উপহার হিসেবে যেকোনো উৎসবে উপযোগী। এক্ষেত্রে ব্র্যান্ড দেখে সুগন্ধি নির্বাচন করা উচিত। ব্রুট, হুগো, একুয়া ডি, এটারনিটি অন্যতম।
ছেলেদের জন্য- অনেকে ছেলেদের জন্য উপহার কিনতে গিয়ে বুঝে উঠতে পারেন না কি দেয়া যায়। চিন্তার কিছু নেই সাধ্যের মধ্যেই পাওয়া যাচ্চে ছেলেদের জন্য বিশেষ কিছু উপহার। জিলেট এক্সক্লুসিভ শেভিং প্যাকেজ । এছাড়াও আছে চামড়া ও ফেদারের ওয়ালেট।
ডায়েরি ও ফুল- ক্রিসমাসে নতুন বছরের শুভকামনা জড়িয়ে নিতে পারেন নতুন বছরের ডায়েরির সাথে। সাথে দিতে পারেন গোলাপ, গ্ল্যাডিওলাস, অর্কিড, জিনিয়ার তোড়া।
শো পিস- তামা, পিতল, ক্রিস্টাল ও অন্যান্য মেটালের শো পিস, ফ্লাওয়ার ভাস উপহার দেয়া যেতে পারে। এসব শো পিস আড়ং, নবরূপা, আর্চিস গ্যালারি ও নগরীর বিভিন্ন গিফট শপে পাওয়া যাবে।
ক্রিসমাস কার্ড- ক্রিসমাস ও নিউ ইয়ারকে সামনে রেখে গ্রিটিংস কার্ড দেয়া যেতে পারে। হলমার্ক, ওয়ালমার্ট, আর্চিজ গ্যালারিতে এসব কার্ড ৫০ টাকা থেকে শুরু করে ৫৬০ টাকার মধ্যেই পাওয়া যাবে।
সাধ্যের মধ্যে প্রিয়জনের জন্য উপহার নিয়ে হাসি মুখে হাজির হয়ে যান, বড়দিনের উৎসবের আনন্দ ভাগ করে নিতে।