অস্ট্রেলিয়ায় উদ্ভব টি ট্রি অয়েল; যেখানে ৩০০ প্রজাতির ‘টি ট্রি’ স্বভাবতই জন্মায়। সেখানকার বিভিন্ন নৃগোষ্ঠী যুগ যুগ ধরে টি ট্রি অয়েল বিভিন্নভাবে ব্যবহার করে আসছেন।
ত্বকের যেসব মারাত্মক সমস্যা নিমিষেই সমাধান দিতে পারে টি ট্রি অয়েল:
খেলোয়াড়দের পায়ের ক্ষত সারাতে
আঙুলের ডগা নরম করতে
কাটা-ছেঁড়া দূর করতে
ব্রণ দূর করতে
খুশকি তাড়াতে
নিচের পদ্ধতিগুলোর মাধ্যমে টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন:
- আক্রান্ত স্থানে সরাসরি এক-দুই ফোঁটা টি ট্রি তেল লাগাতে পারেন।
- ক্যারিয়ার তেল যেমন- নারিকেল, জলপাই ও বাদাম তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে।
- ঘর পরিষ্কার করার ডিটারজেন্টের সঙ্গেও দু-এক ফোঁটা মিশিয়ে ব্যবহার করা যায়।
- খুশকি এবং উকুনের চিকিৎসা হিসেবে গরম পানির সঙ্গে মিশিয়ে মাথায় ব্যবহার করতে পারেন।
- গোসলের পানিতে পাঁচ-ছয় ফোঁটা মিশিয়ে দিন।
আপনি কি টি ট্রি অয়েল কখনো ব্যবহার করেছেন? না করে থাকলে আজই চেষ্টা করে দেখতে পারেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বিএটি/এমজেএফ