কফি কেক
প্রয়োজনীয় উপকরণ
১ কাপ ময়দা
১ টেবিল চামচ কোকো পাউডার
১ টেবিল চামচ কফি গুঁড়া
১/২ কাপ কনডেন্সড মিল্ক
১/২ কাপ দুধ
২ টেবিল চামচ তেল
২ টেবিল চামচ তরল মাখন
১/৪ কাপ চিনি
১ টেবিল চামচ ভিনেগার
১ টেবিল চামচ বেকিং পাউডার
১/২ টেবিল চামচ বেকিং সোডা
১ টেবিল চামচ ভেনিলা পাউডার
লিকুইড চকলেট, বাদাম ও মিষ্টিজাতীয় দ্রব্য
প্রণালী
দুধ, কনডেন্সড মিল্ক, ভিনেগার, তেল ও মাখন একটি বাটিতে একসঙ্গে মিশিয়ে রেখে দিন। এখন আটা, কোকো পাউডার, চিনি, কফি, বেকিং পাউডার, বেকিং সোডা ও ভেনিলা পাউডার একসঙ্গে মেশান।
কফি বাদামের কুকিজ
প্রয়োজনীয় উপকরণ
১১৫ গ্রাম মার্জারিন (এক ধরনের মাখন)
১০০ গ্রাম চিনি
১ টেবিল চামচ ভেনিলা জুস
৪৫ মিলিলিটার দুধ
১/২ কাপ কাজু বাদাম
১/৪ কাপ আটা
১ টেবিল চামচ কোকো পাউডার
১ টেবিল চামচ কফি গুঁড়া
১/২ টেবিল চামচ বেকিং সোডা
প্রণালী
অর্ধেক বাদাম টুকরা করুন ও বাকি অর্ধেক পিষে পেস্ট বানিয়ে নিন। একটি বাটিতে মার্জারিন ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এর সঙ্গে ভেনিলা জুস, ২ টেবিল চামচ দুধ ও বাদামের পেস্ট মেশান। এবার আটা, কোকো, ব্রেকিং পাউডার ও কফি মিশ্রণ যোগ করুন। সবগুলো একসঙ্গে ভালোভাবে মেশান এবং নরম দলা বানিয়ে নিন। প্রয়োজনে অতিরিক্ত দুধ যোগ করতে পারেন। এবার এটিকে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন।
১৬০০ সেলসিয়াস তাপে ওভেন ১০ মিনিট ধরে গরম করে নিন। ১/২ ইঞ্চি পুরু রোল বানান। কুকি কাটার দিয়ে কুকিজগুলো কেটে নিন। টুকরো বাদামগুলি বেকিং ট্রেতে সাজিয়ে দিন। ১৬০০ সেলসিয়াস তাপে ২০ মিনিট রাখুন। এরপর সাজিয়ে পরিবেশন করুন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএসএ/আরআর