তাদের বোঝার সুবিধায় ত্বকের ধরন বোঝার কিছু পদ্ধতি:
আমাদের পাঁচ ধরনের ত্বক রয়েছে। স্বাভাবিক, শুষ্ক, তৈলাক্ত কম্বিনেশন বা মিশ্র ত্বক, স্পর্শকাতর ত্বক।
• ভালো করে মুখ ধুয়ে শুকনো করে মুছে নিন
• এবার দুই ঘণ্টা ত্বকে কিছু লাগাবেন না, হাতও দেবেন না
• একটি সাদা টিস্যু নিয়ে গাল, কপাল, নাক ও থুতনিতে অল্প চাপ দিন
• যদি দেখেন-
• পুরো টিস্যু পেপারেই তেল লেগে যায় তাহলে আপনার ত্বক তৈলাক্ত
• থুতরি আর কপালে তেল লেগে থাকলে মিশ্র ত্বক
• কোনো তেল না লাগলে টিস্যুতে আর ত্বক যদি খসখসে না লাগে তবে স্বাভাবিক ত্বক
• কিন্তু যদি ত্বক খুব টানটান লাগছে মনে হয়, বুঝতেই পারছেন শুষ্ক ত্বক
• আর যাদের ত্বক একটু রোদে গেলেই সানবার্ন হয়, কোনো ধরনের পণ্যই ত্বকে মানিয়ে যায় না, হয় জ্বালা করে, ব্রণ দেখা দেয় এটা সেনসেটিভ ত্বক বা স্পর্শকাতর ত্বক।
বয়সের সঙ্গে কিন্তু আমাদের ত্বকের ধরনও বদলে যায় অনেক সময়। আগে নিজের ত্বকের ধরন জানুন এরপর প্রোপার কেয়ার নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে।