ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নাইট ক্রিম কোনটি! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
নাইট ক্রিম কোনটি!  ত্বকের সজীবতা ধরে রাখতে

আমরা জানি ক্ষত সারিয়ে ত্বকে নতুন কোষ তৈরি হয় রাতে ঘুমের সময়। দীর্ঘ সময় আমরা ঘুমে থাকি। এসময়টায় ত্বকের জন্য প্রয়োজন বাড়তি যত্ন। 

তেমন কিছুই না, রাতে ঘুমাতে যাওয়ার আগে ত্বক পরিষ্কার করে একটি ভালো নাইট ক্রিম লাগিয়ে নিলেই হলো। অনেকেই জানতে চান কোন নাইট ক্রিমটি আসলে ত্বকে মাখতে হবে।

 

বিউটি এক্সপার্ট ফারনাজ আলম বলেন, ত্বকের সজীবতা ধরে রাখতে এন্টিঅক্সিজেন সমৃদ্ধ হিমালয়া রিভাইটালাইজিং নাইট ক্রিম ব্যবহার করা যায়। ক্রিমটি নিয়মিত ব্যবহারে মরা কোষ দূর করে ত্বক করে তুলবে উজ্জ্বল মসৃণ।  

ত্বকে বলিরেখা দূর করে পন্ডস গোল্ড রেডিয়েন্স ইউথফুল নাইট রিপেয়ার ক্রিম। এটি ব্যবহারে পাওয়া যায় মাখনের মতো মোলায়েম ও মসৃণ ত্বক।

ত্বকের বয়সের ছাপ ও দাগ দূর করে ল’ রিয়েল প্যারিস হোয়াইট পারফেক্ট নাইট ক্রিম ত্বক ময়েশ্চারাইজ করে।  

আপনার ত্বক এর রং উজ্জ্বল করতে ও ত্বকে নুতন কোষ জন্মাতে সাহায্য  করে নাইট ক্রিম। এগুলো চোখের নীচেও ব্যবহার করা যায় এবং এতে ডার্ক সার্কেল ও পিগমেনটেশান দূর হয়।  

আগে ত্বক পরিষ্কার করে কিছুটা ক্রিম লাগান। দুই আঙুল থুতনির ওপর রাখুন। থুতনিতে হালকা একটু চাপ দিয়েই দুই হাত দুই দিকের কানের লতির কাছে নিয়ে যান।
এবার ভ্রুর মাঝখান থেকে দুই আঙুল ওপরের দিকে নিন। এবার কপালের শেষ ভাগের দিকে দুই পাশে ম্যাসাজ করুন।  

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ১৯ ডিসেম্বর, ২০১৮
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।