ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ব্লাউজটাও জরুরি 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
ব্লাউজটাও জরুরি  পছন্দমতো ব্লাউজ

সারা বছরই কোনো অনুষ্ঠান পেলেই শাড়ি কেনা হয়, উপহারও পাওয়া যায়। শাড়িতে নারীর সৌন্দর্যের তুলনা অন্য কোনো পোশাকেই হবে না। তবে শাড়ির পুরো সৌন্দর্য ফুটে ওঠে সঙ্গে মানানসই ব্লাউজ পরলেই। প্রতিটি শাড়ির সঙ্গে যারা ব্লাউজ বানাতে চান না, তারা কালেকশনে কিছু রেডিমেট ব্লাউজ রাখতে পারেন। প্রায় সব শাড়িই এগুলো দিয়ে পরতে পারবেন। এতে আপনার ব্যক্তিত্ব ও সৌন্দর্য দু’টিই তুলে ধরবে।   

শীতকালে যেকোনো জকমালো অনুষ্ঠানে যেতে ব্ল্যাক আর্ট সিল্ক রেডিমেড ফুল স্লিভ ব্লাউজ পরতে পারেন। ব্লাউজটা ফুল স্লিভ,তাই বাড়তি সোয়েটার বা চাদর পরতে হবে না।

 ..

আজকাল পার্টিতে পরার জন্য ফ্যাশনেবল হাইনেক ব্লাউজের ট্রেন্ড চলছে।  স্লিভলেস যদি পরেন,তাহলে এমব্রয়ডারি করা ভেলভেট ব্ল্যাক বাটন ব্লাউজ বা কালোর সাথে গোল্ডেনের ডিজাইন করা ব্লাউজ খুব মানিয়ে ‍যায়।  

এক থেকে তিন হাজার টাকার  মধ্যেই পছন্দমতো ব্লাউজ পেয়ে যাবেন। অবশ্যই অনুষ্ঠান বুঝে শাড়ি ও অনুষঙ্গ ব্যবহার করতে হবে।  
    

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।