অনেক সময় আয়নায় পানি বা কসমেটিকসের দাগ পড়ে যায়। জেনে নিন, প্রয়োজনের প্রিয় আয়নাটি কীভাবে পরিষ্কার রাখবেন:
• প্রতিদিনই বাইরের ধুলো এসে আয়নায় পড়ে, তাই নরম কাপড় দিয়ে দিনে একবার মুছে নিন
• সপ্তাহে একদিন আধা কাপ ভিনেগার এবং পানি মিশিয়ে স্প্রে বোতলে ভরে আয়নায় স্প্রে করুন।
• আয়নার দাগ তুলতে এক চা চামচ বেকিং সোডা একটি কাপড়ে নিয়ে পুরো আয়নায় ভালো করে ঘষে নিন।
শুধু আয়না নয়, চারদিকের ফ্রেমও ক্লিনার দিয়ে পরিষ্কার করতে হবে।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এসআইএস