ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

চলছে ঘাড় ছোঁয়া দুল 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, জুন ১৭, ২০১৯
চলছে ঘাড় ছোঁয়া দুল  লম্বা ঝুলানো দুলে আলিয়া ভাট

সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনেও পরিবর্তন আসে। প্রতি বছরই দেখা যায় কোনো সিনেমা বা সিরিয়ালের পোশাক বা গহনার চাহিদা বেড়ে যায়। আবার অনেক সময় পছন্দের অভিনেতা-অভিনেত্রীর ফ্যাশন থেকেও অনুপ্রাণিত হন  ভক্তরা। 

এখন যেমন আগ্রহ বলিউডের জনপ্রিয় মুখ আলিয়া ভাটকে নিয়ে। তিনি কী কাজ করছেন এবং তার ব্যক্তিগত জীবন নিয়েও সবাই জানতে চায়।

মিষ্টি মেয়ে আলিয়া ভাটের সৌন্দর্য যেমন নজর কাড়া, তেমনি তিনি ফ্যাশন সচেতনও।  

পোশাক-গহনা যাই হোক আলিয়ার সব কিছুইতেই থাকে আলাদা রুচির ছাপ। গহনার কথা বলতে গেলে কানের দুল বাদ দেয়ার কোনো সুযোগই নেই।

নানা নকশায় লম্বা ঝুলের কানের দুলেই দেখা যায় আলিয়াকে। লম্বা দুলে সবাইকেই মানায়। তবে যদি নিজের মুখের শেপের সঙ্গে মানানসই দুল বেছে নিতে চান, তবে জেনে নিন: 

•    লম্বাটে মুখে টপ, ছোট ঝুমকা কিংবা রিং পরলে ভালো লাগে
•    গোল মুখে ঝুলন্ত, চৌকোনা দুল পরুন  
•    পানপাতার মতো শেপ হলে সব আকৃতির দুলই পরতে পারেন, ঝুমকায়ও আপনাকে ভালো লাগবে।  

বয়স, অনুষ্ঠান ও পরিবেশ বুঝে পছন্দমতো দুল পরুন। সাজ-সৌন্দর্যে পূর্ণতা পেতে স্বর্ণ, রূপা, হীরা, মুক্তা, মাটি বা গোল্ড প্লেটেড ফ্যাশনেবল দুল বেছে নিন।  

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুন ১৭, ২০১৯
এসআইএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।