ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

লাইফস্টাইল

শ্যামলা ত্বকে ব্রণের দাগ, কেমন মেকআপ হবে? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১১, জুলাই ২৫, ২০১৯
শ্যামলা ত্বকে ব্রণের দাগ, কেমন মেকআপ হবে?  শ্যামলা ত্বকে ব্রণের দাগ

সোহানার বয়স ২৬, একটি কর্পোরেটে জব করেন। তাকে বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয়। আর তখন প্রয়োজন হয় মেকআপ করার। কিন্তু তার ত্বক বেশ শ্যামলা আর প্রচুর ব্রণ ও ব্রণের শুকিয়ে যাওয়া কালো দাগগুলোও রয়েছে ত্বকে। 

সোহানার মতো এমন অবস্থায় কী করবেন: 

কয়েকদিন যত্ন নিয়ে আগে ব্রণগুলো সারানোর ব্যবস্থা নিন। কারণ মুখে ব্রণ থাকলে স্বভাবতই মেকআপ ভালোভাবে বসবে না।

কিছুক্ষণ পর ব্রণের স্থানটি কালচে দেখাবে।  

প্রতিদিন আপেল সাইডার ভিনেগারের ব্যবহার উপকারে আসবে। এটি ত্বকের বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। ১ চা চামচ ভিনেগার ১ চা চামচ পানি মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করুন। কিছু দিনের মধ্যেই ত্বক হয়ে উঠবে ব্রণহীন।  

পাশাপাশি ঘরোয়া টোটকা হিসেবে মুলতানি মাটি, নিমের তেল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহারে উপকার পাবেন।  

আর মেকআপের ক্ষেত্রে মনে রাখবেন, শ্যামবর্ণ ত্বকে উজ্জ্বল মেকআপ মানায় না। আপনার ত্বকের ধরণ থেকে এক শেড কম হালকা মেকআপ টোন বেছে নিতে পারেন।  

ত্বক তৈলাক্ত হলে অয়েল বেজ মেকআপ সামগ্রীর পরিবর্তে ওয়াটার বেজ পণ্য ব্যবহার করুন। ব্রণযুক্ত ত্বকের বিশেষ মেকআপ পাওয়া যায়। ওগুলোও ট্রাই করতে পারেন।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।