ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

রান্নাঘরে তেলাপোকার জ্বালা! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, আগস্ট ২৯, ২০১৯
রান্নাঘরে তেলাপোকার জ্বালা!  তেলাপোকা তাড়াতে

প্রায় প্রতি বাড়িতেই রান্নাঘরের কমন সমস্যা তেলাপোকা। তেলাপোকার যন্ত্রণায় খাবারগুলো শান্তিমতো রাখা যায় না। আর চোখের সামনে তেলাপোকা ঘুরে বেড়াচ্ছে এটা দেখতেও ভালো লাগে না। 

রান্নাঘর নিয়মিত পরিষ্কার রেখেও অনেক সময় এই তেলাপোকার কাছ থেকে রেহাই মেলে না।  বিভিন্ন ইনসেক্ট কিলার কিছুদিনের জন্যে কাজ করলেও দীর্ঘস্থায়ী সমাধান দেয় না৷ তবে ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করেই মক্তি পেতে পারি এই তেলাপোকার আপদ থেকে।

এজন্য যা করতে হবে: 

•    রান্নাঘরেই তেজপাতা থাকে৷ তেজপাতা গুঁড়া করে বিভিন্ন ঘরের কোণায় কোণায় ছড়িয়ে দিতে পারেন৷ তেলাপোকারা পালাবে 

•    লবঙ্গও খুব কাজের তেলাপোকা তাড়াতে। বেশ কয়েকটি লবঙ্গ রেখে দিন রান্নাঘরের বিভিন্ন  জায়গায়। ছোট্ট এই মসলাটির ঝাঁঝালো গন্ধ তেলাপোকার শত্রু  


•    শুধু তেলাপোকা নয়, সব ধরনের পোকামাকড় তাড়াতে ঘরে রেখে দিন নিমপাতা।  নিম তেল বা নিমপাতার গুঁড়াও রাখতে পারেন।  

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।