জীবনে সত্যি সত্যি সফল হওয়া খুব সহজ হয় না অনেকের জন্যই। নিজেকে কি সেই কঠিন দলের মনে করেন? তাহলে লেখাটা আপনার জন্যই:
• নিজের লক্ষ্য ও স্বপ্নের বাস্তবায়নে সমন্বয় করুন
• ইচ্ছাশক্তিই আপনাকে এগিয়ে দেবে
• অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা নিন, তবে সব কিছুতেই অতীত টেনে আনবেন না।
• তালিকা তৈরি করে সামনের কাজগুলো ঠিকভাবে করার চেষ্টা করুন। অবশ্যই সময় নির্দিষ্ট করে নিন
• নিজের কাজ এবং চাওয়াকে গুরুত্ব দিতে শিখতে হবে। প্রয়োজনে মাঝে মাঝে অন্যকে ‘না’ বলতেও জানতে হবে
• সবাইকে খুশি রেখে সফল হতে চাইলে তা হবে আরও কঠিন। কারণ সবার চাওয়া পূরণ করা একজনের পক্ষে কঠিন
• কঠোর পরিশ্রম যেমন করতে হবে সঙ্গে সঙ্গে ধৈর্য ধারণও জরুরি সফল হতে
• সফলতা অর্জন কোনো সহজ কাজ নয়। খুব সহজে তা আসেও না। এক্ষেত্রে পরিশ্রমের কোনো বিকল্প নেই
• জীবনে কিছু কিছু ক্ষেত্রে ঝুঁকি নিতে হতে পারে। ঝুঁকি ততটুকুই নেবেন যে পর্যন্ত নিজে সামলে নিতে পারবেন
• বন্ধু হোক বা আত্মীয়, আপনার সব কাজকেই যদি কেউ ভুল সিদ্ধান্ত বলে প্রতিষ্ঠিত করতে চান, তাকে এড়িয়ে চলুন।
বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআইএস