ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পূজায় ঘুরে ত্বক পুড়েছে! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৯
পূজায় ঘুরে ত্বক পুড়েছে!  মিমি চক্রবর্তী

দেবী দুর্গার বিদায়ের ভেতর দিয়ে আবারও তার ফিরে আসার অপেক্ষা শুরু হলো। তবে এই ক’দিনে ঘুরে ঘুরে দেবী দেখতে গিয়ে অনেকেরই ত্বকের অবস্থা বেশ নাজুক। রোদে পুড়ে ত্বক উজ্জ্বলতা হারিয়েছে, কালো ছোপ ছোপ দাগও পড়েছে অনেকের ত্বকেই। 

চটজলদি এবার সমাধান চাই। ফিরে পেতে চাই সেই হারানো উজ্জ্বলতা।

এজন্য ত্বকের প্রয়োজন ম্যাজিক প্যাক। যা ব্যবহারে মুহূর্তেই ত্বক হবে উজ্জ্বল ও কোমল।  

যা করতে হবে: 

•    ছোপ পড়া আটকাতে ত্বকে এক চা চামচ হলুদ গুঁড়া ও এক চা চামচ চন্দন গুঁড়া একসঙ্গে গোলাপজল দিয়ে মিশিয়ে ত্বকে লাগান৷ ত্বক শুষ্ক হলে গোলাপজলের বদলে ব্যবহার করুন দুধ৷ দেখুন একবার লাগানোতেই আপনার ত্বক কতটা উজ্জ্বল হয়ে উঠেছে!


•    এক চা চামচ করে গোলাপ গুঁড়া, আলমন্ড গুঁড়া আর জাফরান গোলাপজল আর মধু দিয়ে একসঙ্গে মিশিয়ে নিন৷ এটি ত্বকের পুষ্টি যোগাতে দারুণ কাজে দেয়। এই প্যাক ত্বকের দাগ, অসমান রং ঠিক করে ও ত্বকে আদ্রতা ধরে রাখে।  


বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।