ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

কয়লা দিয়ে ধুলেই ময়লা যাবে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২২, অক্টোবর ১৮, ২০১৯
কয়লা দিয়ে ধুলেই ময়লা যাবে  ত্বকের যত্নে কয়লা

কথায় বলে কয়লা দিয়ে ধুলে ময়লা যায় না। ঘটনা কিন্তু উল্টো বিশেষ করে ত্বকের ক্ষেত্রে। 

কারণ অ্যাক্টিভেটেড চারকোলের বিভিন্ন ধরনের উপাদান মলিন ত্বকের সতেজ ভাবও চলে আসে খুব দ্রুত। নিয়মিত কয়লার ব্যবহারে ত্বকের ভেতরের স্তরে জমে থাকা ময়লা ও বিষাক্ত পদার্থ টেনে বের করে আনে।

ফলে ত্বক হয় ভেতর থেকে পরিষ্কার ও উজ্জ্বল।  


এছাড়া মুখের লোমকূপ যাদের বড় তারা কয়লা দিয়ে মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। বড় হয়ে যাওয়া লোমকূপ সংকুচিত করতে সহায়তা করে কয়লার মাস্ক।  

নিয়মিত ব্যবহারে ত্বকে ব্রণের সমস্যাও কমে আসবে।

কয়লার প্যাক কসমেটিকসের দোকান ও ফার্মেসিতে পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসআইএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।