কারণ অ্যাক্টিভেটেড চারকোলের বিভিন্ন ধরনের উপাদান মলিন ত্বকের সতেজ ভাবও চলে আসে খুব দ্রুত। নিয়মিত কয়লার ব্যবহারে ত্বকের ভেতরের স্তরে জমে থাকা ময়লা ও বিষাক্ত পদার্থ টেনে বের করে আনে।
এছাড়া মুখের লোমকূপ যাদের বড় তারা কয়লা দিয়ে মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। বড় হয়ে যাওয়া লোমকূপ সংকুচিত করতে সহায়তা করে কয়লার মাস্ক।
নিয়মিত ব্যবহারে ত্বকে ব্রণের সমস্যাও কমে আসবে।
কয়লার প্যাক কসমেটিকসের দোকান ও ফার্মেসিতে পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
এসআইএস