বাজার থেকে না কিনে অল্প খরচে ঘরেই ত্বকের জন্য মাখন তৈরি করে নিন। রেসিপিটি বেশ সহজ চেষ্টা করেই দেখুন:
যা যা লাগবে
• শিয়া মাখন আধা কাপ
• কোকো মাখন আধা কাপ
• নারকেল তেল আধা কাপ
• বাদাম / জলপাই তেল আধা কাপ
• আপনার পছন্দের অ্যাসেন্সিয়াল অয়েল ২০ ফোঁটা
• বিটার ও একটি পরিষ্কার গ্লাসের জার।
পদ্ধতি
একটি পাত্রে পানি ফুটিয়ে নিন। এবার অ্যাসেন্সিয়াল অয়েল ছাড়া সব উপাদান ছোট পাত্রে নিয়ে পানির ওপরে রেখে মিশিয়ে নিন।
পাত্রটি নামিয়ে অ্যাসেন্সিয়াল অয়েল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিন। ঠাণ্ডা হলে এক ঘণ্টা ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে আরও একবার বিট করে মিশিয়ে নিন।
এবার জারে রেখে ব্যবহার করুন। প্রথমবার ব্যবহার করার সময় থেকেই কেনা কসমেটিকসের সঙ্গে নিজের তৈরি বাটারের পার্থক্য অনুভব করবেন।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, অক্টোবর৩১, ২০১৯
এসআইএস