ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গোলাপের আভায় চোখ ফেরানো দায় 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
গোলাপের আভায় চোখ ফেরানো দায়  গোলাপি শাড়িতে আলিয়া ভাট

শীতের এই হিমেল হাওয়ার প্রকৃতির মতো কিছুটা শুষ্ক যেন আমাদের ত্বক-মন। ঝরা পাতার সময়গুলো কেমন যেন উদাস করা। যার প্রভাব পড়ে আমাদের সাজ-পোশাকেও। 

যেকোনো অনুষ্ঠানে যাওয়ার সময় যারা দ্বিধায় থাকেন, কোন রঙের পোশাকে বেশি ভালো লাগবে। তারা এই সময়ে বেছে নিতে পারেন গোলাপি রঙের পোশাক।

 

জামদানি, কাতান, সিল্ক বা জর্জেটে সুতার কাজের গোলাপি শাড়ি বা সালোয়ার কামিজে আপনাকে সবার মাঝে করে তুলবে অনন্য। পোশাকের সঙ্গে বড় রুপার দুল আপনার সাজে পূর্ণতা দেবে।  

যেকোনো দেশি ফ্যাশন হাউস বা শপিংমলেই বাজেটের মধ্যে পেয়ে যাবেন গোলাপি শাড়ি বা থ্রি পিস।  

আজ বন্ধুর বিয়ে, কাল কলিগের ছেলের জন্মদিন পোশাকের রং তো হলো, এবার জেনে নিন, গোলাপি পোশাকের সঙ্গে সাজটা কেমন হবে: 

•    ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার মেখে নিন
•    প্রথমেই আঙুলে প্রাইমার নিয়ে খুব ভালোভাবে ত্বকে মিশিয়ে দিন
•    ত্বকে চেপে চেপে কনসিলার লাগাতে হবে, ঘষবেন না
•    এরপর ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে লিকুইড ফাউন্ডেশন ভালোভাবে মিশিয়ে দিন
•    এবার ফেস পাউডার লাগাতে হবে
•    দুই গালে হালকা গোলাপি রঙের ব্লাসন বুলিয়ে দিন 
•    পোশাকের সঙ্গে মিলিয়ে চোখেও গোলাপি শ্যাডো লাগিয়ে নিন
•    চোখের নিচে টেনে কাজল দিন  দুই বার করে মাশকারা ও ওপরের পাতায় আইলাইনার দিয়ে লাইন টেনে নিন 
•    শীতে লিপস্টিকের বদলে ঠোঁটে লাগান পোলাপি লিপগ্লস।

এবার আয়নায় নিজেকে দেখুন।  


বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।