ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীতের পোশাক নিয়ে ক্যাটস আই

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৯
শীতের পোশাক নিয়ে ক্যাটস আই শীতের পোশাক নিয়ে ক্যাটস আই

শীতে এসময়কার পুরুষের ফ্যাশন এবার আরও উৎসব-মূখর করেছে ক্যাটস আই। কিছু প্যালেট, প্যাটার্ন পরিবর্তিতভাবে পোশাককে করেছে গর্জাস। 

এবার থাকছে ট্রেন্ডি জ্যাকেট, ফরমাল স্যুট, ব্লেজার, ট্রাউজার এবং সোয়েটারের ডিজাইন লাইনআপ। ডিজাইন এবং প্যাটার্নে থাকছে বৈচিত্র্যতা।

 


ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইনার সাদিক কুদ্দুস জানান, ক্যাটস আই এ লাইন প্যাটার্নে গর্জাস সান্ধ্যকালীন শেরওয়ানি তৈরি করেছে, ফিটিংসও থাকছে সমকালীন ট্রেন্ড নির্ভর। কাপড় ভিন্নতার আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটও থাকছে শীতের উপযোগী এবং প্রিমিয়াম কোয়ালিটির। শীতের লেয়ারিং ফ্যাশনে দ্যূতি ছড়াবে ক্যাটস আই এর শীত পোশাকগুলো। ”

মূলত, দামে সাশ্রয়ী ও উন্নতমানের কাপড়ে টেইলারিংয়ে বিশেষত্ত্ব নিয়ে ক্যাটস আই শুধুই পুরুষদের জন্য এনেছে এসব প্যাটার্ন বৈচিত্র্যের শীত পোশাক। এছাড়া হোম ডেলিভারি সুবিধাসহ অনলাইন শপিং এর সুবিধাও রেখেছে প্রতিষ্ঠানটি।  


বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।