আবার কিছু মিথও রয়েছে, এই ভালো লাগার মানুষের আপনাকেই মিস করা নিয়ে। জেনে নিন কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন কেউ আপনাকে মিস করছে:
• কিছুতেই হেঁচকি থামতে চাইছে না? অনেকেই বিশ্বাস করেন ক্রমাগত হেঁচকি ওঠা মানে কেউ আমাদের কথা ভাবছেই
• মনে হয় কেউ যেন ছুঁয়ে রয়েছে, প্রিয়জন যখন আমাদের মনে করে বা আমরা কোনো প্রিয়জনকে মিস করি তখনই নাকি এমন হয়
• খাওয়ার সময় বিষম খেলেন? পাশের জন বলে দেবে, কে ভাবছে তোমার কথা!
• যার সঙ্গে অনেকদিন দেখা হয়নি বা কথা হয়নি এমন কেউ যদি বারবার আপনার স্বপ্নে আসতে থাকে তাহলে মনোবিদরা বলে থাকেন সে আমাদের মনে করছে৷
• কখনও একা থাকতে ভালো লাগছে না, আবার কখনও একাকিত্ব উপভোগ করছেন৷ কখনও আনন্দ হচ্ছে, কখনও দুঃখ৷ এভাবে আবেগ ওঠানামা করলে বুঝবেন কাছের মানুষ আপনাকে মিস করছে৷
প্রচলিত মিথ অনুযায়ী এগুলো অনেকেই বিশ্বাস করেন, অনেকেই আবার এসবকে কুসংস্কার ভাবেন।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৯
এসআইএস